শিলং, ১২ সেপ্টেম্বর– জেল থেকে পালিয়ে শেষরক্ষা হল না ৫ জনের। ৫ জনের মধ্যে ৪ জনকেই পিটিয়ে মারল ক্ষিপ্ত গ্রামবাসীরা ।
ঘটনাটি ঘটেছে রবিবার মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিল জেলায়। জওয়াই জেলা সংশোধনাগারে ছিল ওই বিচারাধীন বন্দিরা। তাদের মধ্যে একজন খুনের আসামি বলে জানা গিয়েছে। রবিবার দুপুর ২টো নাগাদ সংশোধনাগারের নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় ওই ৫ জন। তাদের খুঁজতে বিশাল বাহিনী নিয়ে পথে নামে পুলিশ।
Advertisement
এরপরেই রবিবার বিকেল নাগাদ একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, কয়েকজন বন্দিকে পিটিয়ে মারছে উন্মত্ত গ্রামবাসীরা। লাঠি, লোহার রড দিয়ে তাদের মারতে দেখা যায় গ্রামের লোকজনকে। গনপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। একজন কোনও মতে পালিয়ে যেতে সক্ষম হয়।
Advertisement
পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরদের এই আক্রমনের খবর পেয়েছে তারা। তবে ঘটনার জেরে বন্দিদের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেনি পুলিশ।
Advertisement



