কলকাতা, ১৩ অক্টোবর– বাংলার রাজ্যপাল থাকাকালীন তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সংঘাত সর্বজন বিবিদ। তিনি এখন দেশের উপরাষ্ট্রপতি। সেই তিনি জগদীপ ধনকড় ফের বাংলার সন্ত্রাস নিয়ে তোপ দেগে খবরের শিরোনামে। জাতীয় মানবাধিকার কমিশনের অনুষ্ঠানে গিয়ে বাংলার রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সরব হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় । তিনি বলেছেন, বাংলার মতো রাজনৈতিক অশান্তি যেন আর কোনও রাজ্যে না হয়। হিংসা কোথাও কাম্য নয়।
উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক উচ্চ পদে আসীন ব্যক্তির মুখে কোনও একটি রাজ্যের নিন্দা শুনে রাজনৈতিক মহল বিস্মিত। ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসও।
Advertisement
দলের এক প্রবীণ নেতার কথায়, উনি বাংলার রাজ্যপাল থাকা কালে ছিলেন বিজেপির নেতা, আরএসএসের স্বয়ং সেবক। এখন উপরাষ্ট্রপতি হয়েও একই কর্তব্য পালন করছেন। অবমাননা করছেন উপরাষ্ট্রপতি পদের।
Advertisement
অন্যদিকে, বিরোধীরা খোঁচা দিয়ে বলছে, এই ধনকড়ের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের সময় তৃণমূল ভোটদানে বিরত থেকে বিজেপি প্রার্থীকেই পরোক্ষে সমর্থন করেছিল।
Advertisement



