• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১৫ মিনিট আগের টিকিটে আমিষ নয় বন্দে ভারতের যাত্রীদের

দিল্লি, ২৩ সেপ্টেম্বর– বন্দে ভারতের খাবারের গুণগত মান নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছিল। তাই বন্দে ভারতে ভ্রমণের যাত্রী অভিজ্ঞতা আরও মধুর করতে বড় পদক্ষেপ করতে চলেছে রেল। কয়েকদিন আগে বন্দে ভারতের পরোটায় মিলেছিল পোকা। এরপর গত জুলাই মাসেই রুটিতে মিলেছিল আরশোলা। বারবার এই ধরনের ঘটনা ঘটায় আইআরসিটিসিকে আগেই সতর্ক করেছিল রেল। আর এবার বন্দে ভারতে

দিল্লি, ২৩ সেপ্টেম্বর– বন্দে ভারতের খাবারের গুণগত মান নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছিল। তাই বন্দে ভারতে ভ্রমণের যাত্রী অভিজ্ঞতা আরও মধুর করতে বড় পদক্ষেপ করতে চলেছে রেল।

কয়েকদিন আগে বন্দে ভারতের পরোটায় মিলেছিল পোকা। এরপর গত জুলাই মাসেই রুটিতে মিলেছিল আরশোলা। বারবার এই ধরনের ঘটনা ঘটায় আইআরসিটিসিকে আগেই সতর্ক করেছিল রেল। আর এবার বন্দে ভারতে ভ্রমণের যাত্রী অভিজ্ঞতা আরও মধুর করতে বড় পদক্ষেপ করতে চলেছে রেল। এই মর্মে রেল বোর্ডের তরফে আইআরসিটিসি এবং ক্রিস-কে চিঠি দিয়েছে। তাছাড়া রেলের সব ডিভিশনকেও চিঠি দেওয়া হয়েছে।  

Advertisement

রেল বোর্ড চিঠিতে লিখেছে, বন্দে ভারতে কেটারিং সার্ভিস নিয়ে যাত্রীদের অভিযোগ পেলে তার সমাধানসূত্র বের করতে ক্রিস এবং আইআরসিটিসি-কে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে এবার থেকে এসএমএস-এর মাধ্যমে যাত্রীদের কেটারিং সার্ভিস সংক্রান্ত তথ্য দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদি চার্ট তৈরির পরে এবং ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত যারা বন্দে ভারতের টিকিট কাটবেন, সেই যাত্রীদের আমিষ খাওয়ার দেওয়া যাবে না। সময়ের অভাবের জেরেই এই সিদ্ধান্ত। তবে অন্যান্য ক্ষেত্রে যাত্রীদের থেকে তাদের পছন্দ মতো বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।  

Advertisement

এদিকে টিকিট কাটার সময় যদি কেউ খাবার না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, যাত্রার সময় তারাও খাবার পেতে পারেন। তার জন্য তাদের অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। এই বিষয়টা যাতে যাত্রীরা জানতে পারেন, তার জন্য ট্রেনে এই নিয়ে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফে।  

Advertisement