• facebook
  • twitter
Monday, 17 March, 2025

কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু দিয়ে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস

চেনাব সেতুতে সফলভাবে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ট্রায়াল সফল হয়েছে দ্রুতগামী এই ট্রেনের।

জম্মু-কাশ্মীরের চেনাব সেতুতে সফলভাবে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে ট্রায়াল সফল হয়েছে দ্রুতগামী এই ট্রেনের। চেনাব সেতুটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক-এর ওপর অবস্থিত। সম্প্রতি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্কে বন্দে ভারতের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ট্রায়াল রানটি কাটরা-বুদগাম রেলপথে করা হয়েছিল। দ্রুতগামী এই ট্রেনে মোট ১৮টি কোচ রয়েছে। জম্মু ও কাশ্মীরে উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনেক রেললাইন স্থাপন করা হচ্ছে। এই পরিস্থিতিতে, বিশ্বের সর্বোচ্চ রেল সেতু দিয়ে ট্রেন পরিচালনা নিঃসন্দেহে রেলওয়ে বোর্ডের কাছে গর্বের বিষয়।

এই বন্দে ভারত ট্রেনটিকে ‘কাশ্মীর স্পেশাল’ হিসেবে তৈরি করা হয়েছে। বন্দে ভারত ট্রেন তৈরির সময় রেলওয়ে কাশ্মীর উপত্যকার আবহাওয়ার কথা মাথায় রেখেছে। এই ট্রেন গোটা যাত্রাপথকে আনন্দদায়ক ও আরামপ্রদ করে তুলবে।

বন্দে ভারত ট্রেনের মাধ্যমে কাটরা থেকে বানিহাল মাত্র ৯০ মিনিটে অতিক্রম করা যাবে। প্রজাতন্ত্র দিবসে কাশ্মীর উপত্যকাকে এই উপহার দেওয়া হবে। পর্যটকরা কাশ্মীরের অপরূপ শোভা ট্রেনে বসেই দেখতে পারবেন। এই ট্রেনটি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পাহাড়ের মধ্য দিয়ে ছুটবে। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রুটে এই রেল পরিষেবা শুরু হলে যাত্রীরা অনেক উপকৃত পাবেন।

কাশ্মীর উপত্যকায়, এই ট্রেনটি মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেবে। এই ট্রেনটিকে দ্রুত চালানোর জন্য, এতে বিমানের কিছু বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই ট্রেনের কাঁচে কখনও বরফ তৈরি হবে না, তাই দৃশ্যমানতার কোনও সমস্যা হবে না।