ঘরোয়া উপায়ে ত্বক এবং চুলের যত্ন নিতে ব্যবহার করুন কমলালেবু।

Written by SNS November 29, 2023 12:20 pm

ত্বকের যত্ন নিতে আমাদের রোজ কত কি না করতে হয়। আর যারা মেক আপ করেন, তাদের ত্বক তাড়াতাড়ি খারাপ হয়। আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। আবার অনেকেই রাতে শোয়ার সময় ত্বক নরম রাখার জন্য ব্যবহার করেন। সাবানের বদলে মুখ পরিস্কার করতে ব্যবহার করতে পারেন অ্যারোমেটিক ফেসওয়াশ বা আয়ুর্বেদিক ফেসওয়াশ। তবে ত্বক উজ্জ্বল রাখতে ব্যবহার করতে পারেন কমলালেবু। শুধু ত্বক কেন চুল, নখ সব দিকে থেকেই উপকারি এই লেবু।
১)ব্রণের সমস্যা কমাতে কমলার খোসার পেস্ট ব্যবহার করা যেতে পারে।
২)ময়দা, কমলার রস, কমলার খোসা মিশিয়ে মালিশ করলে ত্বকের ভালো ফলাফল পাওয়া যায়।
৩)দই ও কমলা লেবুর খোসা মিশিয়ে আলতোভাবে মালিশ করলে ব্ল্যাকহেডস দূর হয়।
৪)রোদে পোড়া ভাব দূর করতে দুধ অথবা দইয়ের সঙ্গে কমলার খোসা মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারলে দারুণ ফল মিলবে।
৫)চুলে ব্যবহার করলে এই রস খুশকি দূর হবে এবং চুল সিল্কি হবে।
৬)নক ভালো রাখতে, নখের ওপর ঘষলেও দারুন উপকার পাওয়া যায়।
মুখের যত্নে নানারকম ফেসপ্যাক ব্যবহার করে থাকি। তবে ঘরোয়া ফেস প্যাক এর কোনো তুলনা হয়না। মুখের চামড়া সুস্থ রাখার জন্যে সবজি আর ফল বেশী করে খেতে হবে। আর মুখ বার বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগাতে পারেন।