• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বিশ্ব সেরা ‘কুমারী’ উর্বশী 

মুম্বই : কিছুদিন আগেই তাঁর নাম জড়িয়েছে ক্রিকেটের ঋষভ পন্থের সঙ্গে। তবে এবার ঋষভ নয়। এবার উর্বশী খবরের শিরোনামে সেরা হয়ে। যদিও সেটা এখন পুরোনো। কারণ ইতিমধ্যেই  পাক ক্রিকেটার নাসিম শাহের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। তবে এবার গোটা বিশ্বের সেরা কুমারীর তকমা পেয়েছেন তিনি বা ভালো পুরস্কার পেলেন। অর্থাৎ বিচারকদের মতে, এই মুহূর্তে উর্বশীই হলেন গোটা বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্যা

মুম্বই : কিছুদিন আগেই তাঁর নাম জড়িয়েছে ক্রিকেটের ঋষভ পন্থের সঙ্গে। তবে এবার ঋষভ নয়। এবার উর্বশী খবরের শিরোনামে সেরা হয়ে। যদিও সেটা এখন পুরোনো। কারণ ইতিমধ্যেই  পাক ক্রিকেটার নাসিম শাহের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। তবে এবার গোটা বিশ্বের সেরা কুমারীর তকমা পেয়েছেন তিনি বা ভালো পুরস্কার পেলেন। অর্থাৎ বিচারকদের মতে, এই মুহূর্তে উর্বশীই হলেন গোটা বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্যা নারী! আর এই পুরস্কারটি দেওয়া হল আইডাবলুএম বাজ অ্যাওয়ার্ড ২০২৩-এর তরফ থেকে। তবে শুধু এই সম্মান নয়। সঙ্গে উর্বশীকে গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার সম্মানেও সম্মানিত করা হল। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে প্রোজেক্ট ইন্সস্পেক্টর উর্বশী অভিনয় করেছেন রণদীপ হুডার সঙ্গে।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী উর্বশী রাউতেলার। তবে নানা সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরকে বারবার খোঁচা দিয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতে ফের এক ক্রিকেটারের সঙ্গেই উর্বশীর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ঋষভকে ভুলে গিয়েছেন উর্বশী ।

ঋষভ পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক থাকলেও খুব খারাপ ভাবে তা শেষ হয়েছিল। সাম্প্রতিক সাক্ষাৎকারের পরে অনুমান করা গিয়েছিল, এখনও ঋষভের প্রতি দুর্বলতা রয়েছে উর্বশীর। কিন্তু নাসিমের সঙ্গে ভিডিও পোস্ট করার পরে নেটিজেনদের অনুমান, ঋষভ পর্ব এখন অতীত। উর্বশীর মনে এখন শুধুই নাসিম।

Advertisement

Advertisement

Advertisement