হোটেলের শব্দে আবাসনের প্রতিবাদ, তোমাদের শব্দ তাণ্ডবে জীবন অতিষ্ঠ আমাদের

Written by SNS December 21, 2022 11:43 am
কলকাতা, ২১ ডিসেম্বর– ভীর রাত পর্যন্ত তো বটেই কোনও কোনও চলে ভোর পর্যন্ত তীব্র শব্দে গানবাজনা চলে। পাঁচতারা হোটেলের ছাদে এমনি শব্দে ভুগছেন লাগোয়া একটি আবাসনের বাসিন্দারা। নানা ভাবে আপত্তি জানিয়ে কাজ না হওয়ায় শেষে অভিনব প্রতিবাদের রাস্তায় হেঁটেছেন তাঁরা। আবাসনের গায়ে ঝোলানো বিশাল ফেস্টুনে জ্বল জ্বল করছে প্রতিবাদ, তোমাদের তীব্র শব্দের জেরে আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য বিপর্যস্ত।

ইএম বাইপাসের মাঠপুকুর স্টপেজে সিলভার স্প্রিং আবাসনের গায়ে সেই প্রতিবাদী ফেস্টুন নজর কেড়েছে পথ চলতি মানুষের। আবাসন কমিটির পক্ষে প্রকাশ কেডিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা প্রশাসনের কাছে বহুবার নালিশ জানিয়েছি। বলেছি হোটেল কর্তাদেরও। কিন্তু কাজ হয়নি।

আবাসনের বক্তব্য, সারা বছর ধরে চলে এই তাণ্ডব। শীতের সময় তা মাত্রা ছাড়ায়। ইতিমধ্যেই জীবন অতিষ্ট করে তুলেছে বহুজাতিক হোটেলের নৈশ পার্টি।