ইএম বাইপাসের মাঠপুকুর স্টপেজে সিলভার স্প্রিং আবাসনের গায়ে সেই প্রতিবাদী ফেস্টুন নজর কেড়েছে পথ চলতি মানুষের। আবাসন কমিটির পক্ষে প্রকাশ কেডিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা প্রশাসনের কাছে বহুবার নালিশ জানিয়েছি। বলেছি হোটেল কর্তাদেরও। কিন্তু কাজ হয়নি।
আবাসনের বক্তব্য, সারা বছর ধরে চলে এই তাণ্ডব। শীতের সময় তা মাত্রা ছাড়ায়। ইতিমধ্যেই জীবন অতিষ্ট করে তুলেছে বহুজাতিক হোটেলের নৈশ পার্টি।
Advertisement
Advertisement
Advertisement



