এই নিয়ে এবছর দ্বিতীয়বার প্রাণনাশের হুমকি পেলেন নিতিন গড়করি। জানুয়ারি মাসে মহারাষ্ট্রে তাঁর বাসভবন এবং কার্যালয় – দুই জায়গাতেই ফোন করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। সেই যাত্রায় কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নাম করে হুমকি দেওয়া হয়েছিল। ১০ কোটি টাকা অর্থ না দেওয়া হলে, তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলে শাসানো হয়। সেই ঘটনার তদন্তে নাগপুর পুলিশ জানতে পারে , যে ব্যক্তি ওই হুমকি ফোন করেছিল, সে কর্নাটকের বেলগাভির এক কারাগারের বন্দি। কেন্দ্রীয় মন্ত্রীকে হুমকি ফোন করেছিল এক কুখ্যাত গ্যাংস্টার ও খুনের আসামি জয়েশ কাঁথা।
Advertisement
Advertisement
Advertisement



