কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির বাড়িতে বোমাতঙ্ক। তাঁর বাড়িতে বোমা রাখা আছে এবং সেটা এখনই ফাটবে বলে ফোন পুলিশের কাছে। আর রবিবার সকালে সেই উড়ো ফোনেই হুলুস্থুল পড়ে গেল নাগপুর শহরে। শুরু হয় পুলিশি তল্লাশি। আনা হয় বোম্ব স্কোয়াড। তবে শেষমেশ কিছুই মেলেনি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। এই উড়ো ফোন কাণ্ডে উমেশ বিষ্ণু রাউত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাউত তুলসিবাঘ রোডের বাসিন্দা।
এই ঘটনায় নাগপুর জোন ১-এর ডেপুটি পুলিশ কমিশনার ঋষিকেশ রেড্ডি বলেন, ‘জরুরি হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন এসেছিল। ফোন করে বলেছিল, নিতিন গড়করির বাড়িতে বোমা রাখা হয়েছে। কিন্তু মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক মেলেনি। ফলে আমরা মনে করছি, ওটা ভুয়ো ফোন ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি ফোন করে বোমাতঙ্ক ছড়িয়েছেন, তা জানার চেষ্টা চলছে। তবে ধৃতের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধ করার অভিযোগ ওঠেনি।’
Advertisement
জানা গিয়েছে, রবিবার অন্যান্য ছুটির দিনের মতোই স্বাভাবিক ছিল নাগপুর। সকাল ৯টা নাগাদ আচমকা একটি ফোনে সব ওলটপালট হয়ে যায়। ওই উড়ো ফোনে বলা হয়, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির বাড়িতে বোমা রাখা আছে, সেটা এখনই ফাটবে’! চাঞ্চল্যকর এই ফোন আসতেই পুলিশ-প্রশাসনের রক্তচাপ বাড়ে। ফোন যায় গড়করির নিরাপত্তারক্ষীর কাছেও। সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যমগুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা নাগপুর শহরে। তল্লাশি চালিয়ে কিছু না মেলায়, যে ব্যক্তি এই উড়ো ফোন করেছিল, তার তদন্ত শুরু করে পুলিশ। এই নিয়ে প্রতাপনগর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। কোন নম্বর থেকে ফোনটি এসেছিল সেটি চিহ্নিত করে উমেশ বিষ্ণু রাউত নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি একটি মদের দোকানে কাজ করেন।
Advertisement
Advertisement



