কিয়েভ, ৪ সেপ্টেম্বর– ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ সোমবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রের সাথে নিজের ছবিসহ ফেসবুকে তিনি লিখেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিদ্ধান্তের পর আমি ইউক্রেনের পার্লামেন্টে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি রিপোর্ট প্রদানের জন্য প্রস্তুত। চলুন নিয়ন্ত্রণ ধরে রাখি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত বেশ কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে রেজনিকভকে অপসারণ করা হয়েছে। যদিও রেজনিকভ জানিয়েছে, তিনি কোনো কেলেঙ্কারিতে জড়িত হননি। তবুও দুর্নীতিতে যুক্তরা তাকে ক্ষতিগ্রস্ত করেছে।
Advertisement
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তেম উমরভকে মনোনীত করেছেন জেলেনস্কি। এই পদে অধিষ্ঠিত হওয়ার আগে তার মনোনয়ন সংসদে অনুমোদিত হতে হবে।
Advertisement
Advertisement



