প্রথমবার টি-২০ বিশ্বকাপে খেলতে চলেছে উগান্ডা।

Written by SNS December 1, 2023 12:07 pm

ভারত:- ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে চলেছে উগান্ডা। বৃহস্পতিবার রোয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল উগান্ডা। ছিটকে গেল জিম্বাবোয়ে। সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন চমক হতে পারে উগান্ডা। জানা গিয়েছে, আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ২০টি দল খেলবে। আফ্রিকার এই দলটিকে হালকাভাবে নেওয়া যাবে না। আফ্রিকা থেকে টি-২০ বিশ্বকাপ খেলতে চলেছে ৩টি দল। এর মধ্যে সরাসরি যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে এসেছে নামিবিয়া ও উগান্ডা। ফলে টি-২০ বিশ্বকাপে জমজমাট লড়াই হতে চলেছে। সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিম্বাবোয়েকে ৫ উইকেটে হারিয়ে দেয় উগান্ডা। এই প্রথম আইসিসি-র পূর্ণ সদস্য কোনও দেশের বিরুদ্ধে জয় পেল উগান্ডা। নামিবিয়া, উগান্ডা, জিম্বাবোয়ে ছাড়াও লড়াইয়ে ছিল কেনিয়া, নাইজেরিয়া, তানজানিয়া ও রোয়ান্ডা। ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেলেও, রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে উগান্ডা। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জিম্বাবোয়ে। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কেনিয়া। জানা গিয়েছে, আফ্রিকার দলগুলির মধ্যে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পরেই সবচেয়ে ভালো পারফরম্যান্স জিম্বাবোয়ে ও কেনিয়ার। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছিল কেনিয়া। কিন্তু গত ২ দশকে কেনিয়া ও জিম্বাবোয়ের ক্রিকেটের অবনতি হয়েছে। সেই জায়গায় এবার উঠে এলে উগান্ডা।