মুর্শিদাবাদ, ২৪ জুন – পঞ্চায়েত ভোটার আগে ফের অশান্ত মুর্শিদাবাদ। বোমা ফেটে আবার মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায়। পুলিশ সূত্রে খবর , শনিবার সকাল থেকে বেলডাঙার কাপাসডাঙা এলাকায় একটি আমবাগানে কয়েকজন দুষ্কৃতী বোমা বাঁধছিল। সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তিন জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে । তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আলিমকে বেলডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা। আহত বাকি দুই যুবকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, আইনি ঝামেলা থেকে বাঁচতে তাঁদের অন্য কোথাও লুকিয়ে ফেলা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আলিমের দেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত আলিম শেখ বেলডাঙার নতুনপাড়া এলাকার বাসিন্দা।
কংগ্রেসের অভিযোগ, ওই এলাকায় পাটক্ষেতের পাশে একটি আমবাগানে চলছিল বোমা বাঁধার কাজ। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।
Advertisement
এদিকে, শুক্রবার রাত থেকে তৃণমূল ও কংগ্রেসের বোমাবাজিতে উত্তপ্ত রানিনগরের গোধনপাড়া। শুক্রবার রাতে চায়ের দোকানে বসে গল্প করছিলেন তৃণমূলের লোকজন। অভিযোগ, সেই সময় পিছন থেকে কংগ্রেস কর্মী-সমর্থকরা অতর্কিতে ঘাসফুল শিবিরের উপর আক্রমণ করে। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় দুই তৃণমূল কর্মী জখম হয়েছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
…………………
Advertisement



