• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

১০০ কোটি ক্লাবে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ‘ 

মুম্বই, ২০ মার্চ — রণবীর-শ্রদ্ধার রসায় দর্শকদের পছন্দ হয়েছে বলেই মুক্তির ১১তম দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলেছে  ‘তু ঝুটি ম্যায় মক্কার’ । আবার উইকিপেডিয়া অনুযায়ী ছবির মোট আয়ের পরিমাণ ১৪৮ কোটি ৯১ লক্ষ টাকা। অর্থাৎ এই হিসেব মানলে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ দেড়শো কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে। এই হিসেবে মানলে চলতি বছরে বলিউডের দ্বিতীয় সেঞ্চুরি। প্রেম আরও প্রেম,

মুম্বই, ২০ মার্চ — রণবীর-শ্রদ্ধার রসায় দর্শকদের পছন্দ হয়েছে বলেই মুক্তির ১১তম দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলেছে  ‘তু ঝুটি ম্যায় মক্কার’ । আবার উইকিপেডিয়া অনুযায়ী ছবির মোট আয়ের পরিমাণ ১৪৮ কোটি ৯১ লক্ষ টাকা। অর্থাৎ এই হিসেব মানলে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ দেড়শো কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে। এই হিসেবে মানলে চলতি বছরে বলিউডের দ্বিতীয় সেঞ্চুরি।

প্রেম আরও প্রেম, তারপর বিয়ে ঠিক, কিন্তু এর মাঝে ব্রেকআপ চাইলেই তো শেষ। কিন্তু সেই ব্রেকআপ যদি হয় হাসি হাসি মুখে! পরিচালক লাভ রঞ্জন এবার এমনই এক গল্প সাজিয়েছেন ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির প্রাণভোমরাই রণবীর কাপুর। বহুদিন বাদে সেই ‘ওয়েক আপ সিড’ বা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র চকোলেট বয় ইমেজে পাওয়া গিয়েছে তারকাকে। যা দেখতে মন্দ লাগে নি দর্শকদেক। খোশমেজাজ প্রেমিক থেকে পরে সিরিয়াস প্রেমিকে রূপান্তর।