হিন্দুপক্ষের আবেদন বৈধ মেনেই জ্ঞানবাপী মামলায় শুনানিতে রাজি আদালত

Written by SNS September 12, 2022 6:13 pm

বারাণসী, ১২ সেপ্টেম্বর– জ্ঞানবাপী নিয়ে ফের অশান্তির আগুন লাগার আশংকায় ১৪৪ ধারা জারি করা হল বারানসিতে। কারণটা হল সোমবার বারাণসীর মন্দির-মসজিদ বিবাদ মামলায় জেলা আদালত হিন্দু পক্ষের দাবি বিবেচনার আশ্বাস দিল। জ্ঞানবাপী মসজিদ-শৃঙ্গার গৌরী দেবী মামলা আদালত গ্রাহ্য কি না সে বিষয়ে মামলা বিচারাধীন ছিল বারাণসীর জেলা আদালতের বিচারক একে বিশ্বেশের এজলাসে। রায় ঘোষণার জেরে অশান্তির আশঙ্কায় জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করে রেখেছে প্রশাসন। এদিন মিটিং মিছিল নিষিদ্ধ করা হয়েছে বারাণসী জেলায়।

মুসলিম পক্ষের বক্তব্য ছিল, মামলাগুলি আদালতের বিচারকার্যের আওতায় পড়ে না। কারণ, সেগুলি আইন সিদ্ধ নয়। মামলায় দাবি করা হয়েছে, জ্ঞানবাপী মসজিদ চত্ত্বরে থাকা শৃঙ্গারগৌরী দেবী মূর্তিকে পুজো করার অনুমতি দিতে হবে। মামলকারী হলেন বারাণসী ও দিল্লির বাসিন্দা পাঁচ মহিলা।

সেই মামলায় নিম্ন আদালত মসজিদ চত্ত্বরে সমীক্ষার নির্দেশ দিয়েছিল। সমীক্ষা চলাকালে সেখান থেকে একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে বলে হিন্দুপক্ষের দাবি। তারা আর্জি জানিয়েছে, ওই শিবলিঙ্গ পুজো করার অনুমতি দিতে হবে।