দিল্লি, ২৩ মে – ‘হিংসার বাজারে ভালোবাসার দোকান’ খুলেছেন রাহুল গান্ধি। ভারত জোড়ো যাত্রায় তিন হাজার পাঁচশো ষাট কিলোমিটার পথ। সাফল্যও পেয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর এই কর্মসূচিতে অসংখ্য মানুষ পা মিলিয়েছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছতে এবার ট্রাক যাত্রায় সামিল হলেন রাহুল। ট্রাক চালকদের জীবনের সমস্যার সঙ্গে একাত্ম হতে, তাঁদের মনের কথা শুনতে।
সম্প্রতি রাহুল গান্ধির একটি ভিডিও ভাইরাল হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধি গাড়িতে সিমলা যাচ্ছিলেন। পথে আম্বালা থেকে চণ্ডীগড় পর্যন্ত ট্রাকে সফর করলেন তিনি। ২২ মে-র রাত ট্রাকেই কাটিয়েছেন রাহুল গান্ধি। রাস্তায় উঠে পড়েন চালকের কামরায়। যাত্রা পথে শোনেন ট্রাক চালকদের নানা সমস্যার কথা। জানার চেষ্টা করেন পরিবহনের সঙ্গে যুক্ত মানুষের রুজি-রোজগারের লড়াই কতটা কঠিন।