দিল্লি, ১০ ফেব্রুয়ারি– একদিকে রাহুলের প্রশংসা অন্যদিকে মোদির নিন্দা। ফের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রশংসা । শুধু রাহুলের প্রশংসায় নয় সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে আসানসোলের সাংসদ টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী দেড় ঘণ্টা বক্তৃতা দিয়েছেন, তাতে রাহুল গান্ধির তোলা একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি।’
ওই টুইটেই রাহুলকে ডায়নামিক ইউথ আইকন বলে উল্লেখ করেছেন শত্রুঘ্ন। তিনি এও বলেছেন, রাহুল যে বক্তৃতা করেছেন সংসদে, তা ঐতিহাসিক। জনতা তাঁর তারিফ করছেন।
Advertisement
ভারত জোড়ো যাত্রার সময়ে তৃণমূল যখন কংগ্রেসের ডাকে সাড়া দেয়নি, তখন এক কদম এগিয়ে শত্রুঘ্ন ওই কর্মসূচিকে ‘বৈপ্লবিক’ বলে উল্লেখ করেছিলেন। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা, চন্দ্রশেখরের যাত্রার সঙ্গেও তুলনা টেনেছিলেন রাহুলের ভারত জোড়ো যাত্রার।
Advertisement
Advertisement



