ফের শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারকে চিঠি 

Written by SNS August 20, 2022 12:15 pm
কাঁথি–ফের কাঁথির সাংসদ শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি।  এ বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দ্রুত দলত্যাগী বিরোধী আইনের আওতায় এ বিষয়ে স্পিকার সিদ্ধান্ত গ্রহণ করেন তার আবেদন করে এই চিঠিটি তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য তৃণমূলের দাবি, বছর পার হতে চলল, তা সত্ত্বেও এ বিষয়ে শিশিরের ক্ষেত্রে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিষয়টি চিঠি ও শুনানির গেরোতেই আটকে রয়েছে সে কথাও চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ।
শিশির গত বছর বাংলার বিধানসভা নির্বাচনের আগে মঞ্চে গিয়ে বিজেপির পতাকা হাতে নিয়েছিলেন। সেই বিষয়টিকে সামনে রেখেই তৃণমূল এ বিষয়ে স্পিকারের কাছে নালিশ করেছিল। উল্লেখ্য, চলতি মাসেই উপ-রাষ্ট্রপতি নির্বাচনে শিশির ও তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারী উভয়েই তৃণমূলের ভোটদান করার থেকে বিরত থাকা সিদ্ধান্ত থাকা সত্ত্বেও ভোট দিয়েছিলেন। যা নিয়ে সুদীপ চিঠি দিয়ে আপত্তির কথা জানিয়ে সতর্ক করেছিলেন শিশিরকে।