ঘটনাটি ঘটেছে নামাক্কাল জেলায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে বাড়িতে অত বাজি মজুত রাখা ছিল সেটাই খতিয়ে দেখা হচ্ছে। আহতদের নামাক্কাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, তামিলনাড়ুর নামাক্কাল, শিবকাশি ও ভিরুধুনগর হল বাজির আড়ত। বাড়িতে বাড়িতে তৈরি হয় বাজি। পুলিশের প্রাথমিক অনুমান, নতুন বছরে জন্যই বাড়িতে বাজি রাখা ছিল। সেখানে হয়তো আচমকা কোনও কারণে আগুন লেগে যায়। সেই থেকেই বিস্ফোরণ ঘটে। মৃত ও আহতদের মধ্যে সকলেই একই পরিবারের সদস্য।
Advertisement
Advertisement
Advertisement



