কালীপুজোর আগে রবিবার রাতে পূর্ব বর্ধমানের মেমারি থানা পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযানে নামে। অভিযান চালিয়ে রসুলপুর দক্ষিণ বাজার ও মালঞ্চ মধুরানগরের দুটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ শব্দবাজি ও চকলেট বোম বাজেয়াপ্ত করেছে। অভিযানে দুই দোকানদারকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম মিঠুন শেখদার। তাঁর দোকান রসুলপুর দক্ষিণ বাজার এলাকায়। অন্যজনের নাম সুনীল মণ্ডল। মালঞ্চ মধুরানগরের বাসিন্দা তিনি। দু’জনকেই থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে ধৃতদের হেফাজতে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Advertisement
বাজেয়াপ্ত হওয়া বাজিগুলির মধ্যে ছিল – ৪০ প্যাকেট ‘বুড়িমা’ চকলেট, ৫০ প্যাকেট কালীপটকা, ৬টি স্কাই শট বোম, ৬টি ডাবল বাবল স্কাই শট বোম, ৬ টি ক্যান্ডি ল্যান্ড স্কাই শট বোম, ৩ টি মেলোডি মনস্টার্স স্কাই শট বোম ও ৬০০ টি চকলেট ‘গিটে’ বোম।
Advertisement
Advertisement



