পাক থেকে ভারতীয় ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি, ঋণ না দিলে চেয়ারম্যানকে খুন করার ফোন 

Written by SNS October 15, 2022 5:20 pm

মুম্বাই, ১৫ অক্টোবর– যেনতেন প্রকারে ব্যাঙ্কের ঋণ পেতেই হবে। তাও আবার পাকিস্তানে বসে ভারতীয় ব্যাঙ্ক থেকে সেই ঋণ পেতে মরিয়া। আর এই কারণে পাকে বসেই ভারতীয় ব্যাংকে ফোন দেওয়া হচ্ছে ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি। সঙ্গে  সেই ব্যাঙ্কের চেয়ারম্যানকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে লাগাতার। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ের স্টেট ব্যাঙ্কের অফিসে।

মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে স্টেট ব্যাঙ্কের অফিসে শুক্রবার রাতে একটি ফোন আসে। কলার প্রথমে ঋণ নেওয়ার ব্যাপারে খোঁজখবর নেয়। তারপরেই গলা চড়ায়। ঋণ না দিলে ব্যাঙ্কে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়। ব্যাঙ্কের চেয়ারম্যানকে খুন করার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা।

কলার নিজের নাম বলেছে মহম্মদ জিয়া-উল-আলিম। এও জানিয়েছে যে সে পাকিস্তানের বাসিন্দা। হুমকি দিয়েছে তার দাবি মানা না হলে বড়সড় নাশকতা হবে স্টেট ব্যাঙ্কের ওই ব্রাঞ্চে।

মেরিন ড্রাইভ তানায় অভিযোগ জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। ওই কলার আদৌ পাকিস্তান থেকে ফোন করেছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলা দায়ের হয়েছে।