এবার শিক্ষকদের জন্যও নতুন নিয়ম আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

Written by SNS August 9, 2023 10:21 am

কলকাতা:- সরকারি শিক্ষকদের জন্য বড় বদল আনল রাজ্যের শিক্ষা দফতর। কর্মজীবন শুরু করার প্রথম পর্বে যেমন চিকিৎসকদের জন্য নিয়ম রয়েছে ঠিক তেমনই এবার শিক্ষকদের জন্যও নতুন নিয়ম আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, জানা গিয়েছে, চাকরি পাওয়ার পর রাজ্যের সমস্ত গ্রামাঞ্চলের স্কুলগুলিতে শিক্ষকতা করতেই হবে, এমনটাই বাধ্যতামূলক হিসেবে উল্লেখ করেছে রাজ্য স্কুলশিক্ষা দফতর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা শিক্ষক বা শিক্ষিকা পদে নতুন নিয়োজিত হবেন, তাঁদের অবশ্যই পাঁচ বছর জেলায় জেলায় বিভিন্ন গ্রামের স্কুলে শিক্ষকতা করতে হবে। প্রধানত গ্রাম এবং শহরের মধ্যে শিশুদের শিক্ষায় সামঞ্জস্য বজায় রাখার জন্য এই নীতি তৈরির পরিকল্পনা করেছে রাজ্য। চাকরি জীবনের নির্দিষ্ট সময়ে গ্রামে গিয়ে শিক্ষকতা করতে হতে পারে সরকারি স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভা দ্বারা অনুমোদন দেওয়া নিয়ে শিক্ষানীতিতে এই বদলের প্রস্তাব রাখা হয়েছে। নতুন শিক্ষানীতি অতি দ্রুত কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর,  যে শিক্ষানীতিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে, যে পদ্ধতিতে সরকার চিকিৎসকদের নিয়োগের সময় পাঁচ বছরের জন্য গ্রামে কাজ করতে পাঠায়, ঠিক একইভাবে সরকারি স্কুলের শিক্ষকদেরও পাঁচ বছর বা কোনও নির্দিষ্ট সময়সীমার জন্য গ্রামে পাঠাতে পারে। তাঁদের মাধ্যমে গ্রামীণ স্কুলগুলির শিক্ষাব্যবস্থা চালু রাখা যেতে পারে। এই নতুন নীতি প্রণয়ন করার কথা বিবেচনা করতে পারে রাজ্য সরকার। প্রসঙ্গত, রাজ্যের শিক্ষানীতিতে এই নীতি এখন শুধুই প্রস্তাব আকারে পেশ করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনই এর অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন দেওয়ার পর শিক্ষকদের জন্য নতুন নীতি কার্যকর হতে পারে। সে ক্ষেত্রে পাঁচ বছর না হলেও, যে কোনও নির্ধারিত সময়ের জন্য সমস্ত শিক্ষককে গ্রামে গিয়ে ছাত্রছাত্রীদের পড়াতে হতে পারে। অন্যদিকে, রাজ্যের শিক্ষানীতিতে বাংলা ভাষার প্রতি গুরুত্ব আরও বাড়াতে চাইছে রাজ্য সরকার। এর সাথে সাথে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে ইংরেজিকেও। তৃতীয় ভাষা হিসাবে বাংলা, হিন্দি এবং সংস্কৃতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বাংলা ভাষা পড়াতে হবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। সেই অনুযায়ীই পাঠক্রম প্রস্তুত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সেমেস্টার পদ্ধতি চালু করার কথা বলা হয়েছে এই নতুন শিক্ষানীতিতে। সরকারি স্কুলগুলিতে যাতে সেমেস্টার পদ্ধতি চালু করা হয়, তার উল্লেখ করা হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত সেমেস্টার অনুযায়ী পরীক্ষা চালু করা যেতে পারে, সেই প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩ বছরের মধ্যেই এই পরীক্ষা-পদ্ধতি চালু করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য।