এবার গিনেস বুকে রেকর্ড গড়ার লড়াইয়েও সিআরসেভেনকে টেক্কা দিলেন এলএমটেন।

Written by SNS August 3, 2023 11:22 am

মাঠের ভেতরে কিংবা মাঠের বাইরে রেকর্ড গড়ার ক্ষেত্রেও টান টান লড়াই মেসি-রোনান্ডোর। বর্তমানে সেরা কে? মেসি নাকি রোনাল্ডো? বিগত দেড় দশক ধরেই এই বিতর্ক চলছে। তবে বিশ্বকাপ জয়ের পর পোর্তুগিজ মহাতারকাকে কিছুটা হলেও পিছনে ফেলে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার গিনেস বুকে রেকর্ড গড়ার লড়াইয়েও সিআরসেভেনকে টেক্কা দিলেন এলএমটেন। সম্প্রতি গিনেস বুক রেকর্ড কর্তৃপক্ষ টুইট করে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিকের একটি তালিকা প্রকাশ করে। যেখানে তালিকার শীর্ষে দেখানো হয় মেসিকে। রোনাল্ডো আছেন দুইয়ে। মেসি, রোনাল্ডো ছাড়াও এই তালিকায় তিন নম্বরে আছেন রবার্ট লেওয়ানডস্কি, চারে কিলিয়ান এমবাপে ও পাঁচে নেইমার জুনিয়র। সূত্রের খবর, সম্প্রতি পোর্তুগালের হয়ে ২০০ তম ম্যাচ খেললেন তিনি, সঙ্গে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দেশের হয়ে তিনি ২০০ তম ম্যাচ খেললেন। সেই ম্যাচের পর তাঁকে গিনেস কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হয়। পর্তুগালের পক্ষ থেকে তাঁকে ২০০ লেখা জার্সি উপহার দেওয়া হয়। সেই ম্যাচেই রোনাল্ডোকে সম্মান জানায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ১৯ বছর ৩০৪ দিন বয়সে তিনি ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। কয়েকদিন আগে আরব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে হেডে গোল করে রেকর্ড গড়েছেন রোনা‌ল্ডো। রেকর্ড ভাঙা গড়ার খেলায় একে অপরকে সব সময়ই টেক্কা দিয়ে থাকেন মেসি, রোনাল্ডো। কিন্তু গিনেস বুকের সর্বশেষ পরিসংখ্যানে কিন্তু চির প্রতিন্দ্বন্দীর থেকে এগিয়েই রইলেন মেসি। সাতবার ব্যালন ডি ওর বিজয়ী মেসি সম্প্রতি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন। সেখানে গিয়েও ম্যাজিশিয়ানের শো অব্যাহত।