এবার ভারতের পক্ষে বড় সিদ্ধান্ত নিতে চলছে অ্যাপল!

Written by SNS December 8, 2023 11:54 am

ভারত:- এবার ভারতের পক্ষে বড় সিদ্ধান্ত নিল অ্যাপল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এখন কোম্পানিটি ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে নতুন সাপ্লায়ার হিসেবে বিবেচিত করতে চায়। অর্থাৎ, সংস্থাটি এই দেশগুলি থেকে তার গ্যাজেটের জন্য প্রয়োজনীয় অংশ নেবে। সরকারের কাছ থেকে আমদানি অনুমোদনে দেরি হওয়ায় কারণে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এর আগে চিনা কোম্পানিগুলি ফোনের বিভিন্ন প্রয়োজনীয় অংশ সরবরাহ করত। যার মধ্যে ব্যাটারি, ক্যামেরার লেন্স ও অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল। যেগুলি অ্যাপল ভারতে তৈরি তার ফ্ল্যাগশিপ আইফোন এবং আইপ্যাড-গুলিতে ব্যবহার করত। জানা গিয়েছে, জানুয়ারিতে অ্যাপল-এর যন্ত্রাংশ তৈরির ১৭ টি চিনা কোম্পানি সরকারি ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। যেখানে ভারতে একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি স্থাপন করতে বলা হয়। জানা গিয়েছে, ওই ১৭ টির মধ্যে ১৪ টি কোম্পানিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, জানুয়ারিতে কোম্পানিগুলিকে শুধুমাত্র প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল। পরিবেশগত ছাড়পত্রও একটি সমস্যা ছিল এবং অনুমোদন দেওয়ার আগে বিশেষজ্ঞ কমিটির সাথে এই বিষয়ে পরামর্শ করা হয়েছে। ১৪ টি কোম্পানির মধ্যে রয়েছে সানি অপটিক্যাল টেকনোলজি গ্রুপ এবং হ্যান’স লেজার টেকনোলজি ইন্ডাস্ট্রি গ্রুপ। এয়ারপড নির্মাতা লাক্সশেয়ার-আইসিটি এবং সেমিকন্ডাক্টর শেনজেন চায়নার নামও এতে অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য যে, অ্যাপল-এর যন্ত্রাংশ তৈরির বেশিরভাগ কোম্পানিই হল চিনা। সূত্রের খবর, টাটা ইলেকট্রনিক্স বর্তমানে ভারতে একমাত্র অ্যাপল ভেন্ডর। টাটা ভারতে তার কেসিং ফেসিলিটি দ্বিগুণ করার জন্যও কাজ করছে। প্রসঙ্গত, গত কয়েক বছরে, অ্যাপল চিনের বাইরে ভারতে তার পণ্য তৈরির ওপর জোর দিয়েছে। এমন পরিস্থিতিতে, অ্যাপল-এর সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্লেয়ার এখন ভারতে। ইতিমধ্যেই ফক্সকন, পেগাট্রন এবং উইস্ট্রন, টাটা ইলেকট্রনিক্স টেকওভার করেছে।