বিশ্বে এই প্রথম এইচ৩এন৮ বার্ড ফ্লু ভাইরাসে মৃত্যু সব আক্রান্তই চিনের, জানাল হু 

Written by SNS April 12, 2023 6:01 pm
বেইজিং, ১২ এপ্রিল– বিশ্বে এই প্রথম এইচ৩এন৮ বার্ড ফ্লু ভাইরাসে এক মহিলার মৃত্যুর কথা জানাল হু।মান্ডুলায়নাগ বার্ড ফ্লু ভাইরাসে চিনের বাসিন্দা ওই মহিলার মৃত্যু হয়েছে। তবে ভাইরাসের এই স্ট্রেনটি মানুষের মধ্যে সংক্রামক নয় বলেই আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া এই স্ট্রেনটি সচরাচর মানুষের দেহে দেখা যায় না বলেও জানানো হয়েছে।

‘হু’-এর তরফে পেশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে মৃতা মহিলার বয়স ৫৬ বছর। তিনি চিনের দক্ষিণে গুয়াংডং প্রদেশে থাকতেন। এই ভাইরাসে এই নিয়ে তৃতীয় কোনও ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা জানা গেল। সকলেই চিনের বাসিন্দা। বাকি দু’জন অবশ্য গত বছর আক্রান্ত হয়েছিলেন। তবে এর আগে দু’জন আক্রান্ত হলেও মৃত্যু এই প্রথম। তবে ওই মহিলার মৃত্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর শরীরে সংক্রমণের একাধিক লক্ষণ দেখা গিয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে।