সম্প্রতি এমনটাই ঘটেছে কর্ণাটকের একটি গ্রামে। কর্ণাটকের চামরাজানগর জেলার হেগোতারা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই গ্রামে গিয়েছিলেন এক দলিত মহিলা। যদিও গ্রামটির অধিকাংশ বাসিন্দা ‘উচ্চবর্ণে’র। দলিত মহিলার জল খাওয়ার কথা জানাজানি হতে তাঁরা একজোট হয়ে ট্যাংকের সমস্ত জল ফেলে দেন। এর পর গোমূত্র দিয়ে জলের ট্যাংক পরিষ্কার করেন।
স্থানীয় প্রশাসনের তহশিলদার আই ই বাসবরাজ জানান, জলের ট্যাংক পরিষ্কার করার কথা শুনেছেন তিনি। কিন্তু তা গোমূত্র দিয়ে করা হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন। তহশিলদার আরও জানান, দলিত মহিলার খোঁজ করা হচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



