• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ডাঙ্কির টিজার।

মুম্বাই:-  ৫৮ তে পা দিলে বলিউড বাদশাহ শাহরুখ খান। মান্নতের সামনে অনুরাগীদের ভিঁড় সামাল দিতে পারছে না পুলিশ। জওয়ান আর পাঠানের সাফল্যের পর এবার অনুরাগীদের রিটার্ন গিফটও দেবেন কিং খান। সম্প্রতি মুক্তি পেতে চলেছে চলতি বছরে শাহরুখের ছবি ডাঙ্কির টিজার। সূত্রের খবর, বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে শাহরুখের ডাঙ্কি। এখনও পর্যন্ত সেই দিনই ঠিক রয়েছে।

মুম্বাই:-  ৫৮ তে পা দিলে বলিউড বাদশাহ শাহরুখ খান। মান্নতের সামনে অনুরাগীদের ভিঁড় সামাল দিতে পারছে না পুলিশ। জওয়ান আর পাঠানের সাফল্যের পর এবার অনুরাগীদের রিটার্ন গিফটও দেবেন কিং খান। সম্প্রতি মুক্তি পেতে চলেছে চলতি বছরে শাহরুখের ছবি ডাঙ্কির টিজার। সূত্রের খবর, বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে শাহরুখের ডাঙ্কি। এখনও পর্যন্ত সেই দিনই ঠিক রয়েছে। রাজকুমার হিরাণীর সঙ্গে শাহরুখ খানের প্রথম ছবি এটি। সেকারণে দর্শকদের মধ্যেও এই ছবি নিয়ে আশা একটু বেশি। যদিও জওয়ান এবং পাঠানে দর্শকদের মন ভরিয়ে দিয়েছেন শাহরুখ খান। রেকর্ড সাফল্য পেয়েছে শাহরুখের জওয়ান। আবার তার একটি ছবি সামনেই মুক্তি পেতে চলেছে। সূত্রের খবর, জানা গিয়েছে, আবার শাহরুখের জওয়ান ছবিটি ওটিটিতে মুক্তি পেতে চলেছে। গতকাল থেকেই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে নেটফ্লিক্সেই শাহরুখের জওয়ান ছবিব ওটিটি মুক্তি পাবে। জন্মদিনের সেলিব্রেশনেও আড বিশাল পার্টি রেখেছেন কিং খান। তাতে বলিউডের তাবর তারকারা উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, করণ জোহর, সলমন খান, রাজকুমার হিরানী, পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

Advertisement

Advertisement