দিল্লি,২৮ ফেব্রুয়ারি — শহর হোক কিংবা গ্রাম, সমাজের আবর্জনা পরিষ্কারের গুরুদায়িত্ব যাঁরা পালন করেন, তাঁদের স্বার্থে বহু আগেই আইন বলবৎ হয়েছে। সমাজের জমাদার বা সাফাইকর্মীদের কাজ যন্ত্রপাতি দিয়ে করানোর কথা বলা হয়। ২০১৩ সালের আইনে এইসব পেশার সঙ্গে যুক্ত মানুষদের অন্য কাজের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায় , সেই আইন প্রয়োগে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কতদূর এগিয়েছে। গত ১০ বছরে সাফাইকর্মীদের তাদের পুরনো কাজের দায়িত্ব থেকে সরিয়ে নতুন কাজ দেওয়ার ব্যাপারে কী কী পদক্ষেপ করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের কাছে রাজ্যভিত্তিক রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। আগামী ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে আদালতকে।
Advertisement
Advertisement



