• facebook
  • twitter
Monday, 2 December, 2024

এক কেজি গাঁজা পাচারের সাজা ফাঁসি 

সিঙ্গাপুর, ২৬ এপ্রিল– ২০১৮ থেকে তার ফাঁসি রোধে চেষ্টা চালিয়েছিল রাষ্ট্রপুঞ্জও। ফাঁসি চাননি অনেকেই। কিন্তু কোনো কিছুকেই আমল না দিয়ে গাঁজা পাচারের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে ফাঁসি দিল সিঙ্গাপুর প্রশাসন। বুধবারই ফাঁসির সাজা কার্যকর হয়েছে।  ২০১৭ সালে ১,০১৭.৯ গ্রাম (৩৫.৯ আউন্স) গাঁজা পাচারের অভিযোগে ৪৬ বছরের তাঙ্গারাজু সুপ্পিয়া তাঙ্গারাজুকে দোষী সাব্যস্ত করে আদালত। তাঁর কাছে যে পরিমাণ

সিঙ্গাপুর, ২৬ এপ্রিল– ২০১৮ থেকে তার ফাঁসি রোধে চেষ্টা চালিয়েছিল রাষ্ট্রপুঞ্জও। ফাঁসি চাননি অনেকেই। কিন্তু কোনো কিছুকেই আমল না দিয়ে গাঁজা পাচারের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে ফাঁসি দিল সিঙ্গাপুর প্রশাসন। বুধবারই ফাঁসির সাজা কার্যকর হয়েছে। 

২০১৭ সালে ১,০১৭.৯ গ্রাম (৩৫.৯ আউন্স) গাঁজা পাচারের অভিযোগে ৪৬ বছরের তাঙ্গারাজু সুপ্পিয়া তাঙ্গারাজুকে দোষী সাব্যস্ত করে আদালত। তাঁর কাছে যে পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছিল, তার অর্ধেক পরিমাণ পাওয়া গেলেও মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে সিঙ্গাপুরে। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে আবেদন করেন তাঙ্গারাজু। ২০১৮ সালে সেই আবেদনও খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডের রায়ই বহাল রাখে আদালত। সেই সাজাই কার্যকর করা হল বুধবার।