• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এক ধাক্কায় ২০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম

 দিল্লি, ২৯ আগস্ট –  স্বস্তির নিঃশ্বাস পড়ল সাধারণ গৃহস্থের। কমছে রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার সমস্ত গ্রাহকদের জন্য ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং বিপিসিএল-কে ভর্তুকি দেবে সরকার। ফলে, গ্রাহকদের জন্য দাম কমবে এলপিজি সিলিন্ডারের। বর্তমানে, কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা। সরকারি

 দিল্লি, ২৯ আগস্ট –  স্বস্তির নিঃশ্বাস পড়ল সাধারণ গৃহস্থের। কমছে রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার সমস্ত গ্রাহকদের জন্য ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং বিপিসিএল-কে ভর্তুকি দেবে সরকার। ফলে, গ্রাহকদের জন্য দাম কমবে এলপিজি সিলিন্ডারের। বর্তমানে, কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা। সরকারি ভর্তুকি যুক্ত হওয়ায় প্রতিটি সিলিন্ডারের দাম ১০০০ টাকার নীচে নেমে এল। ফলে, মূল্যবৃদ্ধির আঁচে জর্জরিত সাধারণ মানুষ কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল।   
অবশেষে রান্নার গ্যাসের দাম কমাচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ২০০ টাকা কমানো হচ্ছে। মঙ্গলবার বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা কমছে।  জুলাই মাসে শেষবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছিল জ্বালানি সংস্থাগুলি। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল।

নির্মলা সীতারামন জানিয়েছেন, রাখী এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি  সরকার। রাখীতে মা-বোনেদের ‘স্নেহ উপহার’ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, নতুন করে আরও ৭৩ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে।

এই মুহূর্তে দিল্লিতে এখন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা। মুম্বইতে ১,০৫২.৫০ টাকা, চেন্নাইয়ে ১০৬৮.৫০ টাকা। সাধারণ গ্রাহকেরা এর থেকে ২০০ টাকা কম দামে একটি সিলিন্ডার কিনতে পারবেন। উজ্জ্বলা প্রকল্পের আওতায় যাঁরা রান্নার গ্যাস কিনবেন, তাঁরা প্রতি সিলিন্ডারে ৪০০ টাকা ভর্তুকি পাবেন।

Advertisement

গত জুলাইয়ে শেষ বার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে মে মাসে দু’বার রান্নার গ্যাসের দাম বেড়েছিল। চলতি মাসের শুরুতে তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম পর্যালোচনা করে। বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম ৯৯.৭৫ টাকা কমানো হয়েছিল।

Advertisement

 টোম্যাটো, পেঁয়াজ-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির নিয়ে সরকারের সমালোচনাযা মুখর বিরোধী জোট ইন্ডিয়া। শাসকদল বিজেপির আশা, এর প্রভাব পড়তে পারে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরামের বিধানসভা নির্বাচনে, যা এ বছরের শেষে হওয়ার কথা। সেই কারণেই রান্নার গ্যাসের দাম কমানো হল বলে মত বিরোধীদের।

Advertisement