• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

মরশুমের শীতলতম দিন শনিবার, কলকাতার তাপমাত্রা নামল ১২.৩ ডিগ্রিতে

এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ১২.৩ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ১৫ ডিসেম্বর কলকাতায় পারদ নেমেছিল ১২.৫ ডিগ্রিতে। প্রায় এক বছরের মাথায় আরও একবার পারদ নামল ১৩ এর নীচে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারই মরশুমের শীতলতম দিন। শুধু কলকাতা নয়, এক ধাক্কায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। তবে রবিবার থেকেই ফের তাপমাত্রার বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা। আরও একবার বাড়তে পারে তাপমাত্রা ।

Advertisement