Advertisement
তবে আগামী ২৪ ঘন্টা পর থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার থেকেই ঠান্ডা কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। শুধু তাই নয়, সামনেই মকর সংক্রান্তি। এই সময় একটু ঠাান্ডা আবহাওয়া থাকে। উত্তুরে হাওয়া বয়। কিন্তু এবার সেইরকম জাঁকিয়ে শীতের কোনও আশা নেই বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এখনই বিদায় নিচ্ছে না শীত। বরং এবার দীর্ঘমেয়াদি হতে পারে ঠান্ডা। মাঘের শুরুতে ফের একবার বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে এই কয়েকদিন ঘন কুয়াশার প্রভাব থাকবে বলেও জানানো হয়েছে। রবি এবং সোমবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পং-এও সোমবার হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। দার্জিলিঙে তুষারপাতও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ।
Advertisement
Advertisement



