• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে মধ্যস্থতার অভিযোগ দলেরই জয়ী প্রার্থীদের 

পূর্ব মেদিনীপুর, ১৫ জুলাই –  পঞ্চায়েত ভোটে জয় মিলেছে, কিন্তু এ রাজ্যে ঠাঁই মেলেনি।পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের কেশাপট এবং মাইসরার ঘটনা। বিজেপির জয়ী প্রার্থীরা দলের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। তাঁদের অভিযোগ, ভোটে জেতার পর থেকেই তৃণমূলের কাছ থেকে দলে যোগদান করার প্রস্তাব আসছে। প্রদীপ দাস নামে এক জয়ী প্রার্থী বলেন, “তৃণমূলে যোগ দিলেই লক্ষ টাকা পাওয়া যাবে

পূর্ব মেদিনীপুর, ১৫ জুলাই –  পঞ্চায়েত ভোটে জয় মিলেছে, কিন্তু এ রাজ্যে ঠাঁই মেলেনি।পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের কেশাপট এবং মাইসরার ঘটনা। বিজেপির জয়ী প্রার্থীরা দলের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। তাঁদের অভিযোগ, ভোটে জেতার পর থেকেই তৃণমূলের কাছ থেকে দলে যোগদান করার প্রস্তাব আসছে। প্রদীপ দাস নামে এক জয়ী প্রার্থী বলেন, “তৃণমূলে যোগ দিলেই লক্ষ টাকা পাওয়া যাবে এমনই টোপ দেওয়া হচ্ছে আমাদের।”  আর এতে মধ্যস্থতা করছেন বিজেপির জেলা সভাপতি তপন ব্যানার্জি, জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিক ও জেলার কয়েকজন নেতা।” কেশাপট এবং মাইসরার অন্য জয়ী প্রার্থীরাও অভিযোগ করেন তাঁদের বলা হচ্ছে তৃণমূলে যোগদান করলে প্রধান ও উপপ্রধানের পদ মিলবে। তাই বাধ্য হয়ে বাড়ি ছেড়ে ভিন রাজ্যে ঠাঁই নিয়েছেন তাঁরা। বাড়ি গেলে তাদের জোর দিয়ে তৃণমূলে যোগদান করানো হবে বলে আশংকা তাঁদের। এই দুই অঞ্চলের মোট ২২ জন জয়ী প্রাথী ভিনরাজ্যে আশ্রয় নিয়েছেন।

বিজেপির জেলা সভাপতি তপন ব্যানার্জি তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাল্টা গোটা বিষয়টিই গভীর ষড়যন্ত্র বলে জানিয়েছেন তিনি। তপনবাবু বলেন, “দলের মধ্যে থেকে যারা তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখছে, এটা তাদেরই কাজ। তারাই একজোট হয়ে দলের কার্যকর্তাদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনছেন। আমরাও বোর্ড গঠনের সময় এদের ভূমিকার উপর নজর রাখব।  বিষয়টি রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে।”