• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

সম্প্রতি আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘এম এইচ ৬’।

কলকাতা:- সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করে চলছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। মুক্তিও পাচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ। রহস্য, রোমাঞ্চ, প্রেম কিংবা কখনও গোয়েন্দা কাহিনি নিয়ে মুক্তি পাচ্ছে নানা ওয়েব সিরিজ। এবার ওটিটি-তে দেখা দেবেন দেবলীনা দত্ত। সঙ্গে রাজেশ শর্মা, যুধাজিৎ সরকার। কিডন্যাপিং, রহস্য, রোমাঞ্চের কাহিনি নিয়ে মুক্তি পাবে নতুন সিরিজ। সিরিজের নাম এম এইচ ৬।

কলকাতা:- সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করে চলছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। মুক্তিও পাচ্ছে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ। রহস্য, রোমাঞ্চ, প্রেম কিংবা কখনও গোয়েন্দা কাহিনি নিয়ে মুক্তি পাচ্ছে নানা ওয়েব সিরিজ। এবার ওটিটি-তে দেখা দেবেন দেবলীনা দত্ত। সঙ্গে রাজেশ শর্মা, যুধাজিৎ সরকার। কিডন্যাপিং, রহস্য, রোমাঞ্চের কাহিনি নিয়ে মুক্তি পাবে নতুন সিরিজ। সিরিজের নাম এম এইচ ৬। সিরিজের কাহিনি শুরু রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাহিনি নিয়ে। সে তাঁর স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েই হবে বিপদ। স্ত্রীকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিল এই ব্যবসায়ী। হটাৎ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাবে।এরপর এক ব্যক্তি তাঁকে সাহায্য করতে এগিয়ে আসবে। তারপর সেই অচেনা ব্যক্তির তাঁকে নিয়ে যাবে একটি পেট্রল পাম্পে। সেখান থেকে উধাও হয়ে যাবে তাঁর স্ত্রী। এখান থেকে শুরু কাহিনি। কীভাবে স্ত্রীকে উদ্ধার করবে তা নিয়ে তৈরি এম এইচ ৬। সূত্রের খবর, জানা গিয়েছে, সিরিজের শ্যুটিং হয়েছে ঝাড়খন্ডে। সিরিজটি পরিচালনা করেছেন জন। সূত্রের খবর, পাহাড়, জঙ্গল ও থ্রিলার এই তিন বিষয় তাঁর প্রিয়। ঝাড়খন্ডের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলে জানান। বহুদিনের তাঁর এই সম্পর্ক। এমনই জানান পরিচালক। বর্তমানে বাংলা ছাড়া হিন্দি সিরিজে ও সিনেমায় বেশি কাজ করছেন রাজেশ শর্মা। এবার তাঁকে দেখা খাবে এই বাংলা ওয়েব সিরিজে। বর্তমানে বিভিন্ন ধরনের কাহিনি নিয়ে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ।কদিন আগে ব্যাপক সফল হয়েছিল আবার প্রলয়। গল্পের কেন্দ্রে ছিলেন এক পুলিশ কর্তা। ওম্যান ট্রাফিকিং নিয়ে তৈরি এই সিরিজটি। সুন্দরবনের নারী পাচার আটকাতে গিয়ে তাঁর সামনে আসবে একের পর এক রহস্য। কীভাবে রহস্যের জট কাটিয়ে সত্যের অনুসন্ধান করেন তা নিয়ে সিরিজটি। ওয়েব সিরিজে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দেবাশিস মণ্ডল, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষের মতো সেলিব্রিটিরা।

Advertisement

Advertisement