• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ইডির নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা রাহুল নবীন

দিল্লি, ১৬ সেপ্টেম্বর –  রাহুল নবীনকে ইডি-র ভারপ্রাপ্ত অধিকর্তা হিসাবে নিয়োগ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে  ইডি-র অধিকর্তা পদে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর। সেই দিনই নতুন অধিকর্তার নাম ঘোষণা করা হয় । অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থায়ী অধিকর্তা নিয়োগ না-হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন রাহুল নবীন। তিনি ১৯৯৩ ব্যাচের

দিল্লি, ১৬ সেপ্টেম্বর –  রাহুল নবীনকে ইডি-র ভারপ্রাপ্ত অধিকর্তা হিসাবে নিয়োগ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে  ইডি-র অধিকর্তা পদে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ শেষ হয়েছে ১৫ সেপ্টেম্বর। সেই দিনই নতুন অধিকর্তার নাম ঘোষণা করা হয় । অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থায়ী অধিকর্তা নিয়োগ না-হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন রাহুল নবীন। তিনি ১৯৯৩ ব্যাচের আইআরএস। বর্তমানে ইডি-র বিশেষ অধিকর্তা পদে রয়েছেন তিনি। এর আগে তিনি নবীন ইডির সদর দফতরে প্রধান ভিজিল্যান্স অফিসার ছিলেন।কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত না পূর্ণ সময়ের ইডি ডিরেক্টর নির্বাচন করা হচ্ছে, ততদিন এই পদের  দায়িত্ব সামলাবেন রাহুল নবীন ।

২০২০ সালে নভেম্বরে মোদি সরকার সঞ্জয়কে ইডি-র অধিকর্তা পদে নিয়োগ করেছিল। তার আগে তিনি দিল্লিতে আয়কর দফতরের মুখ্য কমিশনার হিসেবে কাজ করেছিলেন। সেখানে কাজের সাফল্য দেখে তাঁকে ইডি-র অধিকর্তা পদে নিয়োগ করা হয়েছিল বলেই মন্ত্রক সূত্রে খবর। দু’বছরের মেয়াদ শেষে মোদি সরকারের শীর্ষকর্তাদের আস্থাভাজন হয়ে ওঠা সঞ্জয় মিশ্রের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। মিশ্রকে ইডি-র অধিকর্তা পদে আরও বেশি দিন রেখে দিতে মোদি  সরকার আইনে সংশোধনও করে। গত ২৭ জুলাই মাসে সুপ্রিম কোর্ট ইডি সঞ্জয় মিশ্রের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায়। সুপ্রিম কোর্ট তার নির্দেশে স্পষ্ট করেছিল, এরপর আর সঞ্জয় মিশ্রের ইডি প্রধান হিসেবে মেয়াদ বাড়ানো হবে না।  সুপ্রিম কোর্টের শেষ নির্দেশ অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সঞ্জয়কে দায়িত্ব থেকে সরতে হল। তাঁর জায়গায় এলেন ১৯৯৩ সালের আইআরএস নবীন।

Advertisement

Advertisement

Advertisement