• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

যমজ সন্তানের মা হলেন দক্ষিণী  আভিনেত্রী নয়নতারা

 চেন্নাই,  ১০ অক্টোবর —  বিয়ের মাত্র চার মাসের মধ্যে সুখবর এলো অভিনেত্রী নয়নতারা এবং বিঘ্নেশ শিবন ঘরে। যমজ সন্তানের বাবা মা হলেন তারকা জুটি। সোশ‍্যাল মিডিয়ায় পরিবারের নতুন সদস‍্যদের ছবি শেয়ার করে সুখবরটা দিয়েছেন পরিচালক বিঘ্নেশ।গত ৯ জুন বিয়ে সেরেছিলেন  নয়নতারা এবং বিঘ্নেশ। একজন দক্ষিণী ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার, অন‍্যজন প্রথম সারির পরিচালক। তামিলনাড়ুর মহাবলীপুরমে একটি পাঁচ

 চেন্নাই,  ১০ অক্টোবর —  বিয়ের মাত্র চার মাসের মধ্যে সুখবর এলো অভিনেত্রী নয়নতারা এবং বিঘ্নেশ শিবন ঘরে। যমজ সন্তানের বাবা মা হলেন তারকা জুটি। সোশ‍্যাল মিডিয়ায় পরিবারের নতুন সদস‍্যদের ছবি শেয়ার করে সুখবরটা দিয়েছেন পরিচালক বিঘ্নেশ।গত ৯ জুন বিয়ে সেরেছিলেন  নয়নতারা এবং বিঘ্নেশ। একজন দক্ষিণী ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার, অন‍্যজন প্রথম সারির পরিচালক। তামিলনাড়ুর মহাবলীপুরমে একটি পাঁচ তারা হোটেলে বসেছিল নয়নতারা বিঘ্নেশের বিয়ের আসর।টুকটুকে লাল রঙের চিকনকারি কাজের শাড়ি ও ফুলহাতা ব্লাউজে সেজেছিলেন নয়নতারা। গলায় কুন্দনে একাধিক ভারী হার। অন‍্যদিকে বিঘ্নেশ পরেছিলেন সোনালি পাড়ের ঘিয়ে দক্ষিণী স্টাইলের ধুতি এবং একই রঙের শার্ট। বিয়ের পরপরই তারা  মধুচন্দ্রিমায় পাড়ি দিয়েছিলেন। এখন তাদের ঘরে এসেছে নতুন অতিথি। বর্তমানের ট্রেন্ড মেনে সারোগেসির মাধ‍্যমেই মা হয়েছেন অভিনেত্রী। দুই যমজ পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। সুখবর জানিয়ে দুটি ছবি শেয়ার করেছেন বিঘ্নেশ। ছবিতে দুই সদ‍্যোজাতর ছোট্ট ছোট্ট পায়ে চুমু খেতে দেখা যাচ্ছে দুজনকে। বিঘ্নেশ লিখেছেন, ‘নয়ন আর আমি আম্মা আর আপ্পা হয়েছি। দুই যমজ সন্তান আমরা আশীর্বাদ রূপে পেয়েছি।’