ঘোষণা করা হলো এশিয়া কাপের জন্য ভারতীয় দল।

Written by SNS August 22, 2023 10:33 am

ভারত:- ঘোষণা করা হলো এশিয়া কাপের জন্য ভারতীয় দল। দিল্লিতে দল নির্বাচনী বৈঠকে হাজির ছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকমণ্ডলী দল বেছে নিল। সূত্রের খবর, এশিয়া কাপে ভারত খেলা শুরু করবে ২ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে। চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের। তিলক বর্মাও সুযোগ পেলেন। ১৭ জন সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়েছে এশিয়া কাপের জন্য। সূত্রের খবর, বিশ্বকাপের সম্ভাব্য দল ঘোষণা করা কথা শোনা যায়নি। আয়ারল্যান্ডে দুরন্ত বোলিং করা জসপ্রীত বুমরাহকেও রাখা হয়েছে এশিয়া কাপের দলে। তবে সহ অধিনায়ক রয়েছেন হার্দিক পাণ্ডিয়াই। সূত্রের খবর, জাতীয় নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, শ্রেয়স আইয়ার পুরোপুরিভাবে ফিট। তবে রাহুল এখনও পুরো ফিট নন। তাঁর সামান্য চোটজনিত অস্বস্তি রয়েছে। সে কারণেই সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে স্ট্যান্ড-বাই প্লেয়ার হিসেবে। যদিও আশা করা হচ্ছে, রাহুল এশিয়া কাপ শুরুর আগে ফিট হয়ে যাবেন। রাহুল গুরুত্বপূর্ণ প্লেয়ার। আশা করি, তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন। আয়ারল্যান্ডে টি ২০ আন্তর্জাতিকে সুবিধা করতে না পারলেও তিলক বর্মার দলে সুযোগ পাওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রবীন্দ্র জাদেজার সঙ্গে স্পিনার হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। তিলক বর্মাও স্পিন বোলিং করতে পারেন। আয়ারল্যান্ড সিরিজেই কামব্যাক করা প্রসিদ্ধ কৃষ্ণও রয়েছেন এশিয়া কাপের দলে। অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে পেস বোলিং আক্রমণে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। এই ১৮ জন প্লেয়ারের মধ্যে থেকেই বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন আগরকর।