• facebook
  • twitter
Monday, 15 December, 2025

মেয়ের প্রেম জানতে পেরেই খুন করল বাবা

বিশাখাপত্তনম, ৫ নভেম্বর– মেয়ের প্রেমের কথা জানতে পেরে তাকে খুনই করে বসল বাবা । মৃত কিশোরীর বয়েস মাত্র ১৬। মেয়েকে খুন করার কথা স্বীকার করে নেটমাধ্যমে একটি ভিডিয়োও পোস্ট করেন অভিযুক্ত বাবা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম লিখিতা শ্রী। তরুণীর অভিযুক্ত বাবা ভারাপ্রসাদ রেলিভেধিতে একটি হাসপাতালে  অ্যাম্বুলেন্স  চালাতেন। পুলিশ জানিয়েছে, মেয়ের প্রণয়ঘটিত

বিশাখাপত্তনম, ৫ নভেম্বর– মেয়ের প্রেমের কথা জানতে পেরে তাকে খুনই করে বসল বাবা । মৃত কিশোরীর বয়েস মাত্র ১৬। মেয়েকে খুন করার কথা স্বীকার করে নেটমাধ্যমে একটি ভিডিয়োও পোস্ট করেন অভিযুক্ত বাবা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম লিখিতা শ্রী। তরুণীর অভিযুক্ত বাবা ভারাপ্রসাদ রেলিভেধিতে একটি হাসপাতালে  অ্যাম্বুলেন্স  চালাতেন।

পুলিশ জানিয়েছে, মেয়ের প্রণয়ঘটিত সম্পর্ক আছে জানতে পেরে মাথা ঠিক রাখতে পারেননি অভিযুক্ত ভারাপ্রসাদ। ‘আমার মেয়ে যা চেয়েছিল তা-ই আমি ওকে দিয়েছি। ওকে আদর করে লালন-পালন করে মানুষ করেছি।আমি তাকে ওই যুবকের সঙ্গে কথা না বলার জন্য সতর্ক করেছিলাম। কিন্তু ও শোনেনি। আর ওই জন্যই আমি মেয়েকে খুন করেছি।’

Advertisement

Advertisement

Advertisement