বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল থেকে সমস্ত বেআইনি নির্মাণ সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Written by SNS August 31, 2023 10:33 am

বাঁকুড়া:- বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল থেকে সমস্ত বেআইনি নির্মাণ সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল, সেখানেই কিনা একের পর এক বেআইনি নির্মাণ রয়েছে। যা নিয়ে হাইকোর্টে মামলা হয়। তারপরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হল থেকে সব বেআইনি নির্মাণ সরাতে হবে। সূত্রের খবর, হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের নির্দেশ, জেলাশাসককে আগামী দু’সপ্তাহের মধ্যে এই হেরিটেজ ভবনের এলাকা চিহ্নিত করতে হবে এবং সেখানে কোনও বেআইনি নির্মাণ থেকে থাকলে তা ভেঙে ফেলতে হবে। রানী ভিক্টোরিয়ার প্রথম পুত্র এলবার্ট এডওয়ার্ডের স্মরণে বাঁকুড়া সদরে তৈরি এডওয়ার্ড মেমোরিয়াল হলটিকে আগেই হেরিটেজ ভবন হিসাবে চিহ্নিত করা হয়। এছাড়াও ভবনের আরেকটি অংশ দখল করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। এইসব অভিযোগে ভবনটি বেআইনি দখলদার মুক্ত করার দাবিতে হাইকোটের দ্বারস্থ হয়েছিল বাঁকুড়া শাস্ত্রীয় সঙ্গীত সমাজ নামে একটি সংগঠন। সূত্রের খবর, মামলায় আগেই জেলা ডেপুটি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। ওই রিপোর্টে বেআইনি দখলদারির কথাও উল্লেখ করা হয়। তার প্রেক্ষিতেই বেআইনি দখলদার উচ্ছেদের নির্দেশ দিয়েছে আদালত। দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের সীমানা চিহ্নিত করবেন। এবং সেখানে থাকা বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়ায় শুরু করবে। মামলার পরবর্তী শুনানিতে এই নিয়ে আদালতের নির্দেশে গতিপ্রকৃতি নিয়েও রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ১১ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে পুরসভা আধিকারিকদেরও উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।