নতুন জার্সিতে প্রকাশ্যে এলেন ব্রাজিলিয়ান তারকা।

Written by SNS August 21, 2023 10:58 am

আল হিলাল:-  চুক্তিপত্রে আগেই সই করেছিলেন নেইমার। সম্প্রতি নতুন জার্সিতে প্রকাশ্যে এলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়েই দলের সব থেকে দামি নক্ষত্রকে বরণ করা হয়েছিল। রিয়াদে পা রাখেন সৌদি লিগের সবচেয়ে দামি এই খেলোয়াড়। আল-হিলাল আল-ফেইহার বিপক্ষে খেলতে নামে। আলোর এক মায়াবি পরিবেশের মধ্যেই সমর্থকদের সামনে ব্রাজিলিয়ান তারকাকে উপস্থিত করা হয়। সূত্রের খবর, এই অনুষ্ঠানে ব্রাজিলিয়ান তারকা বলেন, এই অভ্যর্থনায় তিনি মুগ্ধ। এই নতুন চ্যালেঞ্জ নিতে পেরে তিনি খুশি। এই দেশের সবচেয়ে বড় ক্লাবে এসেছেন। অনেক অর্জনের স্বাক্ষী হব। এই ক্লাবের জন্য তিনি সবকিছুই করবেন। জানা গিয়েছে, আল হিলালে নেইমার বেতন পাবে বছরে ১০ কোটি ইউরো। আল নাসরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা আল ইত্তিহাদে করিম বেঞ্জিমা যা পাবেন, তার চেয়ে কম। কিন্তু আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা পেতে চলেছেন নেইমার। এই সুবিধার মধ্যে আছে থাকার জন্য ২৫ কক্ষের বিশাল বাড়ি, বিলাসবহুল গাড়ি আর ব্যক্তিগত বিমান। দৈনন্দিন কাজের জন্য সহকারীর মতো বিষয়গুলো তো আছেই। বরাবরই বিলাস বহুল জীবন যাপন করেন নেইমার। এখানেই শেষ নয় যে বেতন পাবেন, তাতে ছুটিতে এখানে-সেখানে ঘোরার মতো অর্থের অভাব থাকার কথা নয় নেইমারের। তবে এই খরচও ব্রাজিলিয়ান তারকাকে করতে হবে না। নেইমারের ঘোরাঘুরির খরচ আল হিলালই দিতে রাজি হয়েছে। নেইমার যেসব জায়গায় বেড়াতে যাবেন, যেসব হোটেল-রেস্তোরাঁয় থাকবেন-খাবেন এবং বিভিন্ন সেবা গ্রহণ করবেন-সব ধরনের খরচের বিলই চলে যাবে আল হিলালের কাছে। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল পিএসজি। তবে নেইমারের আগমনের দিনেই জয় অধরাই থাকল দলের। সৌদি প্রো-লিগে আল ফেইহার বিপক্ষে ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে আল হিলাল। দলের সঙ্গে অনুশীলন করে কবে মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকা তা এখনও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি।