কলকাতা, ১৮ অগাস্ট – রাজ্য-রাজ্যপাল সংঘাতের ক্ষেত্রে এক নজিরবিহীন পদক্ষেপ। যাদবপুর মামলায় পার্টি করা হল আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহার মামলায় যুক্ত করা হল বিশ্ববিদ্যালয়ের আচার্যকে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সিসিটিভি বসানো-সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা । ওই মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। তাঁর বক্তব্য, আচার্য হিসাবে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী। তাছাড়া যে সময় ঘটনাটি ঘটেছে সে সময় বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল। তাই মামলায় তাঁকেও যুক্ত করা হোক।
Advertisement
Advertisement
Advertisement



