হায়দরাবাদ, ৯ আগস্ট– প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল তেলঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) কাউন্সিলরকে। দুই দুষ্কৃতীর ধারালো অস্ত্রের কোপে পরে হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।
ঘটনাটি তেলঙ্গানার জগিত্যাল জেলার। নিহতের নাম লক্ষ্মী রাজ্যম (৪৮)। তিনি স্থানীয় বিআরএস কাউন্সিলর পি উমা রানির স্বামী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে পাড়ার দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি। আচমকা সেখানে দুষ্কৃতীরা হানা দেয়। তাদের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। প্রকাশ্যেই ধারালো অস্ত্র হাতে ওই ব্যক্তির উপর চড়াও হয় দুষ্কৃতীরা। সকলের চোখের সামনে একের পর এক কোপ মারা হয় তাঁকে। কিছু ক্ষণ পর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীরা। এলাকায় এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং আক্রান্তকে উদ্ধার করে করিমনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কিছু ক্ষণ পর তাঁর মৃত্যু হয়েছে।
Advertisement
তবে নিহত ব্যক্তি কাউন্সিলরের স্বামী হলেও এই খুনের যে কোনও রকম রাজনৈতিক ব্যাখ্যা উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের মতে, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
Advertisement
Advertisement



