• facebook
  • twitter
Friday, 6 December, 2024

‘আল্লা হু আকবর’ হুঙ্কারে স্কুলে ঢুকে শিক্ষক খুন

প্যারিস, ১৩ অক্টোবর– আবারও ফ্রান্সের স্কুলে জেহাদি হামলা৷ এ যেন ফিরল শিক্ষক স্যামুয়েল পি হত্যার পুনরাবৃত্তি৷ ছুরি মেরে খুন করা হল এক শিক্ষককে৷ আহত বেশ কয়েকজন৷ বিবিসি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ উত্তর ফ্রান্সের আরাস অঞ্চলের জেমবেট্টা নামের একটি স্কুলে ঘটনাটি ঘটে৷ পুলিশ জানিয়েছে, ‘আল্লা হু আকবর’ ধ্বনি দিতে দিতে স্কুলে প্রবেশ

প্রতীকী চিত্র

প্যারিস, ১৩ অক্টোবর– আবারও ফ্রান্সের স্কুলে জেহাদি হামলা৷ এ যেন ফিরল শিক্ষক স্যামুয়েল পি হত্যার পুনরাবৃত্তি৷ ছুরি মেরে খুন করা হল এক শিক্ষককে৷ আহত বেশ কয়েকজন৷
বিবিসি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ উত্তর ফ্রান্সের আরাস অঞ্চলের জেমবেট্টা নামের একটি স্কুলে ঘটনাটি ঘটে৷ পুলিশ জানিয়েছে, ‘আল্লা হু আকবর’ ধ্বনি দিতে দিতে স্কুলে প্রবেশ করে ওই দুষ্কৃতী৷ তার পরই এলোপাথারি ছুরি চালাতে শুরু করে৷ যার জেরে ঘটনাস্থলেই মৃতু্য হয় এক শিক্ষকের৷ মৃত শিক্ষক ওই স্কুলে ফ্রেঞ্চ ভাষার শিক্ষক ছিলেন৷ ওই আততায়ীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষক৷ এছাড়াও আরও কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে৷ ইতিমধ্যেই ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে৷ আটক করা হয়েছে তার ভাইকেও৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানিয়েছে পুলিশ৷
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলাকারীর বয়স কুড়ির কাছাকাছি৷ সেই ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র৷ এমনকী নিহত শিক্ষক স্যামুয়েল পি হত্যার স্মৃতি উসকে এই যুবকও চেচেন সম্প্রদায়ের৷ এদিন ঘটনার পর স্কুল পরিদর্শনে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ৷ ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যারিসের জাতীয় অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়৷
উল্লেখ্য, গত বছর অক্টোবরের ১৬ তারিখ প্যারিসের বুকে এক শিক্ষককে মাথা কেটে খুন করে এক চেচেন মুসলিম জঙ্গি৷ তাঁর ‘অপরাধ’, পড়ুয়াদের বাক স্বাধীনতার পাঠ দিতে হজরত মহম্মদের একটি ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন তিনি৷ ওই ঘটনাকে ‘ইসলামিক মৌলবাদের’ স্বরূপ বলে তোপ দেগেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ৷ ওই শিক্ষককে ‘নায়ক’ বলে মন্তব্য করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট৷ হামলার ওই ঘটনার প্রেক্ষিতে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ ও ‘ইসলামিক সন্ত্রাসবাদী হামলা’র মতো শব্দও ব্যবহার করেন তিনি৷ তার পর থেকেই আসরে নেমে পরে মুসলিম দেশগুলো৷