শীতের ছুটিতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই ঝিরি হ্রদ থেকে।

Written by SNS November 21, 2023 11:57 am

কলকাতা:- শীত প্রায় পড়েই গেছে। এখন বেশ মনোরম আবহাওয়া কলকাতা। বেশ হালকা ঠান্ডা বাতাস বইছে। বেশ একটা আলসেমো জড়ানো দিন। এমন দিনে বেড়াতে যেতে কার না ভালোলাগে। আর সেটা যদি কলকাতার কাছে পিঠে বেড়ানোর জায়গা পেলে তো আর কথাই নেই। এমনই একটি জায়গা রয়েছে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। যার নাম ঝিরি লেক। যদিও সেখানকার বাসিন্দারা খুব একটা জায়গাটিকে চেনে না। তাঁরা জানেনই না তাঁদের রাজ্যেই এতোসুন্দর একটা জায়গা রয়েছে। ঝিরিলেক আসলে তৈরি হয়েছে একটি পরিত্যক্ত পাথরের খাদানে জল জমে। জানা গিয়েছে, এই হ্রদের গভীরতা প্রায় ৫০ ফুট। গরম কালেও ২০-৪০ ফিট জল থাকে তাতে। জায়গাটা অসম্ভব সুন্দর। মাঝে মধ্যেই এখানে অনেকে বেড়াতে আসেন বিকেলে। রাঁচি শহর থেকে খুব বেশি দূরে নয় জায়গাটি। খুব বেশি হলে ২০ কিলোমিটার তার দূরত্ব। শীতকালে এখানে বেড়াতে আসার সবচেয়ে ভাল সময়। কারণ এই সময় প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে। যাঁরা শীতকালে ছত্তিশগড় আসার প্ল্যান করছেন তাঁরা চলে আসতে পারেন এখানে। অসাধারণ একটা জায়গা। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারবেন। আবার পাখি দেখার সুযোগও মিলবে।