• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

নির্বাচনের দিন ঘোষণার পরদিনই দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী 

কলকাতা , ৯ জুন – পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরের দিনই দিল্লি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয়।  আর শুক্রবার ভোরেই হঠাৎ দিল্লি রওনা হয়ে যান তিনি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে দেখা করতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। নির্বাচনের দিন ঘোষণা হতেই তড়িঘড়ি শুভেন্দুর দিল্লি

কলকাতা , ৯ জুন – পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরের দিনই দিল্লি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয়।  আর শুক্রবার ভোরেই হঠাৎ দিল্লি রওনা হয়ে যান তিনি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে দেখা করতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। নির্বাচনের দিন ঘোষণা হতেই তড়িঘড়ি শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে ফের চাপান উতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আগামী ৮ জুলাই, শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীরা তাঁদের প্রতিক্রিয়া  জানাতে শুরু করেন। প্রথমেই টুইট করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন,  “পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা হচ্ছে।”  কারণ হিসাবে শুভেন্দু বলেন, “এই প্রথম রাজ্য স্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে কোনও সর্বদলীয় বৈঠক না করেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হল।”

এক দফা ভোটের সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু । নির্বাচনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে সরব হন শুভেন্দু। তিনি  টুইটে অভিযোগ করেন, “রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্য খুব পরিষ্কার। কমিশন তৃণমূলের আঞ্চলিক শাখা সংগঠন হিসাবে কাজ করছে।” তিনি আরও বলেন, “হঠাৎ করে ভোটের দিন ঘোষণা হল , উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি।” ভোটের দিন কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচন কমিশনার রাজীব সিনহাই দায়ী থাকবেন বলে কটাক্ষ করেছেন শুভেন্দু।বৃহস্পতিবার টুইট করার পর শুক্রবার ভোরেই  শুভেন্দুর দিল্লি রওনা হওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।