‘প্রতিটি রক্তবিন্দুর জন্য দায়ী রাজ্য নির্বাচন কমিশন’, বিস্ফোরক রাজ্যপাল 

Written by SNS June 22, 2023 7:27 pm

কলকাতা, ২২ জুন – ‘পঞ্চায়েত নির্বাচনে রক্তপাত ঘটেছে। প্রতিটি রক্তবিন্দুর জন্য দায়ী রাজ্য নির্বাচন কমিশন’, বৃহস্পতিবার এমনই কড়া মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট বুধবার ফেরত পাঠানোর পর ফের উষ্মার প্রকাশ ঘটল রাজ্যপালের বক্তব্যে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বোস বলেন, “আমি রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম। বিশ্বাস রেখেছিলাম, তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন।  কিন্তু নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা মানুষকে হতাশ করেছে।” রাজ্যপাল এদিন তাঁর প্রতিক্রিয়ায় জানান , রাজ্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেনি। রাজ্যপাল বলেন, ‘দেয়ার ইজ ব্লাড শেড’।  রক্তক্ষয় হয়েছে এবং প্রতি রক্তবিন্দুর জন্য রাজ্য নির্বাচন কমিশন দায়ী। নাম না করেও কমিশনের প্রধানকেই দায়ী করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজ্যপাল বলেন, ‘আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি মানুষ ভয়ে রয়েছেন। রাজ্যের সর্বত্রই সন্ত্রাস রয়েছে তা নয়। তবে সন্ত্রাস রয়েছে তা অস্বীকার করা যায় না। ভোটের সময় মানুষের জীবন রক্ষা করা নির্বাচন কমিশনের কর্তব্য। কারণ কমিশনের হাতে অনেক বেশি ক্ষমতা। নির্বাচন কমিশনকে পক্ষপাতহীন হতে হবে। একবিন্দু রক্তপাত হলে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে।’

এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দেন রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া উচিত। বাংলার মাটি থেকে সমূলে সন্ত্রাস উপড়ে ফেলতে হবে। এটা করা সম্ভব।’