• facebook
  • twitter
Sunday, 25 January, 2026

আজ জাতীয় ভোটার দিবস

নির্বাচন, নতুন ভোটার তালিকা এবং ভোটার তালিকা সংশোধন উপলক্ষে এই দিনটি পালন করে কমিশন

আজ, রবিবার  অর্থাৎ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশ জুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। নির্বাচন, নতুন ভোটার তালিকা এবং ভোটার তালিকা সংশোধন উপলক্ষে এই দিনটি পালন করে কমিশন। সামনেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। এই অবস্থায় কমিশন আজ কী জানায় সে দিকে নজর থাকবে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তরও দিনটি পালন করছে। কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। সেখানে উপস্থিত থাকবেন সিইও মনোজকুমার আগরওয়াল, রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এ ছাড়া উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ওই অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

Advertisement