দীর্ঘ বিরতির পর আবার টেনিস কোর্টে ফিরছেন স্পেনের কিংবদন্তি রাফায়েল নাদাল।

Written by SNS December 2, 2023 11:09 am

স্পেন:- নতুন বছরেরই প্রতিযোগিতামূলক টেনিসে ফিরছেন স্পেনের কিংবদন্তি রাফায়েল নাদাল। সূত্রের খবর, শুক্রবার কোর্টে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন নাদাল। ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলবেন এই তারকা। ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ৩৭ বছরের এই তারকা অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩-এর দ্বিতীয় রাউন্ডে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে ছিটকে যাওয়ার পরেই প্রতিযোগিতামূলক টেনিস থেকে বিরতি নেন। প্রায় ১ বছর বিরতি নেওয়ার পর সেই অস্ট্রেলিয়াতেই পেশাদার টেনিসে ফিরছেন নাদাল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে কোর্টে ফেরার কথা ঘোষণা করেছেন নাদাল। সূত্রের খবর, তিনি বলেছেন, ‘সবাইকে অভিবাদন জানাই। ১ বছর প্রতিযোগিতা থেকে দূরে থাকার পর এবার তিনি ফিরে এসেছে। জানা গিয়েছে, প্রায় ১ বছর পেশাদার টেনিস থেকে দূরে থাকার ফলে এটিপি র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে পড়েছেন নাদাল। সূত্রের খবর, তিনি ২০০০ এটিপি পয়েন্ট হারিয়েছেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন এই তারকা। আবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য। তিনি ফের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবেন বলে আশা অনুরাগীদের।