ভীষণভাবে রাম মন্দির উদ্বোধনে হাজির থাকতে চান সোনিয়া, জানানে দিগ্বিজয়

Written by Sunita Das December 22, 2023 4:05 pm

দিল্লি, ২২ ডিসেম্বর– দেশে রামমন্দির উদ্বোধন এখন সব থেকে বড় ইসু্য৷ মন্দির উদ্বোধনে রাজনীতিক ব্যক্তিদের থাকা নিয়ে জোরালো জল্পনা সব দলের মধ্যেই৷ শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি নেতাদের নয়, রাম মন্দির উদ্বোধনে সোনিয়া গান্ধি, মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গেদের মতো কংগ্রেস নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট৷ আর এতেই বেজায় অস্বস্তিতে কংগ্রেস৷ এই আমন্ত্রণ প্রত্যাখান করলে তা বিজেপির কাছে হাতিয়ার হয়ে দাঁড়াবে৷ আবার গেলেও বিজেপির সঙ্গে একমঞ্চে থাকাটাও কংগ্রেসের কাছে অস্বস্তির৷ এখন আমন্ত্রণ গ্রহণ করা হবে নাকি প্রত্যাখ্যান করা হবে, তা নিয়ে বিস্তর ধন্দ দলের অন্দরে৷
তারপর রামমন্দির নিয়ে হিন্দুত্বের রাজনীতি তো আছেই৷ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি লড়াই৷ আর উত্তরের রাজ্যগুলিতে হিন্দুত্বের পাল্লা ভারি তা সকলেরই জানা৷ তাই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান পুরোপুরি বয়কট করলে সেখানে ব্যাকফুটে পড়তে পারে কংগ্রেস৷ আবার এই আমন্ত্রণ গ্রহণ করলে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে৷ তবে সবদিক ভেবে সম্ভবত ‘নরম হিন্দুত্বে’র পথেই এগোবে কংগ্রেস৷
বৃহস্পতিবার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং জানিয়ে দিলেন, সোনিয়া রাম মন্দিরের  উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন৷ কংগ্রেসের সংসদীয় দলনেত্রী ভীষণভাবে রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে চান৷ তবে নিতান্তই তিনি না যেতে পারলে তাঁর তরফ থেকে অন্তত একটি প্রতিনিধি দল যাবে৷ সোনিয়া ছাড়াও উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বৃহত্তম দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে৷ রাহুল গান্ধী কোনও আমন্ত্রণ পাননি৷ এদের মধ্যে মনোমোহন বয়সের ভারে জীর্ণ৷ তিনি রাম মন্দির উদ্বোধনে যাবেন না৷ খাড়গে এবং অধীরের যাওয়া নিয়েও কোনও সিদ্ধান্ত এখনও হয়নি৷