• facebook
  • twitter
Sunday, 11 January, 2026

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী

বিকেল ৫টা নাগাদ স্যর গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বিকেল ৫টা নাগাদ স্যর গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঠান্ডা এবং দূষণের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় কংগ্রেস নেত্রীর। ৫ জানুয়ারি সোমবার তাঁকে ভর্তি করানো হয়েছিল।

স্যার গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান ডা. অজয় ​​স্বরূপ জানিয়েছেন, সোনিয়া গান্ধীর স্বাস্থ্য এখন ভালো আছে। পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা এখন তাঁর বাসভবনে চলবে।

Advertisement

গত ৫ জানুয়ারি রাত ১০টায় সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, দূষণ এবং ঠান্ডা আবহাওয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায় এবং তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তাঁর ব্রঙ্কিয়াল অ্যাস্থমার সমস্যা সামান্য বেড়েছে বলে জানায় বিশেষজ্ঞরা।

Advertisement

হাসপাতালের চেয়ারম্যান ডা. অজয় ​​স্বরূপ জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি একজন বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. অরূপ বসুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। দুই দিনের চিকিৎসার পর, তাঁর অবস্থা স্থিতিশীল হয়।  তা সত্ত্বেও, চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, সোনিয়া গান্ধীর স্বাস্থ্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় বাকি চিকিৎসা এখন তাঁর বাসভবন থেকেই চলবে।

এর আগে, গত বছর জুন মাসে হিমাচল প্রদেশ থাকাকালীন অসুস্থ হয়েছিলেন সোনিয়া গান্ধী। সেই সময় তিনি সিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে ছিলেন। সেই সময় তাঁকে সিমলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপর আবার চলতি বছরের একদম শুরুতে তিনি স্যর গঙ্গারাম হাসপাতালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হন।

 

Advertisement