ফের অসুস্থ সোনিয়া গান্ধী। সোমবার সন্ধ্যায় তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তাঁদের পর্যবেক্ষণে চিকিৎসা চলবে কংগ্রেস নেত্রীর।শারীরিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় কারণে সোমবার সন্ধ্যায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় সোনিয়াকে।
তবে ঠিক কী সমস্যা তা সরকারি ভাবে না জানানো হলেও হাসপাতাল সূত্রে খবর, কাসির সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে রুটিন চেকআপের জন্য আসেন তিনি। সূত্রে খবর, দিল্লির বাতাসের দূষণের কারণেই অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী। একজন চেস্ট স্পেশালিস্টের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উদ্বেগের কোনও কারণ নেই।
Advertisement
দীর্ঘদিন ধরেই কাশির সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। সেই কারণে রুটিন চেকআপের জন্য প্রায়ই তাঁকে হাসপাতালে যেতে হয়। সোমবার সন্ধ্যায় কাশি আরও বেড়ে যায়। দিল্লির চরম দূষণের কারণে তাঁর শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা আরও বেড়ে গেছে বলেই চিকিৎসকদের ধারণা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।
Advertisement
কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। গত বছর শিমলায় ছুটি কাটাতে গিয়ে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখনও তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে সোনিয়া গান্ধীকে বিশেষ কেয়ার ইউনিটে রাখা হয়েছে, যেখানে তাঁর শ্বাস-প্রশ্বাস, অক্সিজেন লেভেল ও হৃদ্স্পন্দনের মতো গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তিনি সাড়া দিচ্ছেন এবং ভালো আছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া। যদিও অসুস্থতার মধ্যেই পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে তাঁকে। তবে দলের সংগঠনের বিষয়ে আর সেভাবে মাথা ঘামান না তিনি।
Advertisement



