মুর্শিদাবাদ : ধারালো হাঁসুয়া দিয়ে মাকে এলোপাথাড়ি কোপ মারল ছেলে । হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই মৃত্যু হল বছর ৪০ এর গায়েত্রী মন্ডলের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার জগমহনপুর এলাকায়।
জানা গিয়েছে মৃতার ছেলে সন্দীপ মণ্ডল মানসিক ভারসাম্যহীন, বয়স ২৩ বছর। শুক্রবার বিকেলে বাড়িতেই দাঁড়িয়েছিলেন গায়ত্রী। আচমকা ধারালো হাঁসুয়া হাতে মায়ের দিকে তেড়ে আসে ছেলে। মায়ের গলায় এলোপাথাড়ি কোপ মারতে থাকে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা।
Advertisement
এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। তারাই গায়ত্রী মণ্ডলকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্দীপকে আটক করেছে পুলিশ।
Advertisement
Advertisement



